Wednesday, December 18, 2013
Friday, December 13, 2013
Sunday, November 3, 2013
আরও একটি 'বাংলাওয়াশ'
আরও একটি 'বাংলাওয়াশ'। যা দেখার জন্য উন্মুখ ছিল ১৬ কোটি বাঙালি— সেই প্রত্যাশা পূরণ করেছে টাইগাররা। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতেছে মুশফিক বাহিনী। এর আগের সফরেও কিউইদের ৪-০তে হোয়াইটওয়াশ করেছিল তারা।
'মানুষ ততটাই বড়; যার স্বপ্ন যত বড়' কথাটা বাস্তবে পরিণত করল বাংলাদেশ। খুব বেশি দিন নয়, ৫/৬ বছর আগেও টাইগাররা মাঠে নামত সম্মানজনকভাবে হারার জন্য। কিন্তু সেই বৃত্ত থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে তারা। এখন শুধু জয়ই নয়; সিরিজ জয় থেকে হোয়াইটওয়াশের স্বপ্নও দেখে মুশফিকের দল। আর সেই স্বপ্নই তাদের করেছে আরও পরিণত। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখে তা বাস্তবে পরিণতও করেছে টাইগাররা।
সফরকারীদের দেয়া ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তরুণ ব্যাটসম্যান শামসুর রহমান শুভর (৯৬) ও নাঈম ইসলামের (৬৩) রানে ভর করে বেশ সাচ্ছন্দেই জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। হাতে ছিল ৪ উইকেট ও ৪ বল।
বড় স্কোর তাড়া করতে গিয়ে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয় ৬১ রানে। মিচেল ম্যাকক্লেনাগানের বলে শর্ট থার্ড ম্যানে অ্যাডাম মিল্নের হাতে ধরা পড়েন জিয়াউর রহমান (২২)। এরপর শুভর সাথে জুটি গড়েন মুমিনুল হক। দুইজন মিলিয়ে দলকে নিয়ে যায় বেশ খানিক দূর। তবে সেই পথ আর বেশি বড় হয়নি। ১৯তম ওভারে অ্যান্টন ডেভসিচের বলে ফিরতি ক্যাচ দেন মুমিনুল হক। এর পরের ওভারে নাথান ম্যাককালামের বলে স্কয়ার লেগে রস টেইলরের হাতে ধরা পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম (২)। ২০৪ চার রানের মাথায় ব্যক্তিগত ৯৬ রান করে সাজঘরের পথ ধরেন শুভ। এরপরে দলীয় ২৫৪ রানে আউট হন নাঈম ইসলাম। পরে নাসির হোসেন ও মাহমুদুল্লাহ দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। জয়ের জন্য যখন দরকার আর মাত্র ১৮ রান তখন আউট হয়ে যান মাহমুদুল্লাহ।
এর আগে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ড রস টেইলর ও কলিন মুনরোর ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে সংগ্রহ করে ৩০৭ রান। দলেরপক্ষে টেইলর (১০৭)* ও কলিন মুনরো করেছেন ৮৫ রান। বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ২টি এবং রাজ্জাক, সোহাগ গাজী ও রুবেল হোসেন ১টি করে উইকেট পেয়েছেন।
ব্যাটিংয়ে নেমে প্রথমে বেশ দারুণ সূচনা করেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান ডেভসিচ ও টম লাথাম। দলীয় ৬৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় সফরকারীদের। ব্যক্তিগত ৪৬ রানে মাহমুদুল্লাহর বলে রাজ্জাকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডেভসিচ। এরপরে দলীয় ৮২ ও ১০১ রানের মাথায় সাজঘরে ফিরে যান আরও দুই ব্যাটসম্যান এলিয়ট ও লাথাম। এরপরেই শুরু হয় টেইলর ও মুনরো জুটির লড়াই। দুই ব্যাটসম্যানই নিউজিল্যান্ডকে পৌঁছে দেয় বড় স্কোরের পথে।
Saturday, October 26, 2013
Friday, August 30, 2013
Saturday, March 16, 2013
Subscribe to:
Posts (Atom)